নিউজ ডেস্ক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রীর স্যান্ডেলের ভেতর থেকে আধা কেজি সোনা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা এক যাত্রীকে চ্যালেঞ্জ করে সোনার বারগুলো উদ্ধার করেন।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। আটক যাত্রীর নাম আওলাদ হোসেন। শারজাহ থেকে দেশে ফেরা আওলাদ পেশায় গাড়িচালক, তার বাড়ি গাজীপুর জেলায় বলে জানান তিনি।
আহসানুল কবির জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ থেকে আওলাদ হোসেন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাত ৯টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করেন বিমানবন্দরের প্রিভেনটিভ টিম এর সদস্যরা। এরপর তার পায়ের স্যান্ডেল তল্লাশি করে সোল এর মধ্যে ১০ তোলা ওজনের ৪টি সোনার বার খুঁজে পান তারা। উদ্ধার করা সোনার ওজন ৪৬৪ গ্রাম ও বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।
আহসানুল কবির জানান, অবৈধভাবে আনা সোনার বারগুলো আটক করে আওলাদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
০৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম