নিউজ ডেস্ক : নাজেহাল করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে একবার অথবা দুই বার আদালতে উপস্থিত থাকতে বাধ্য করা হচ্ছে। এটা সরকার প্রধানের প্রতিহিংসার বর্ধিত প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি।
ক্রবার দলের নয়া পল্টন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভি বলেন, পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই। যারা এ নাজেহালের সঙ্গে সংশ্লিষ্ট থাকছেন তাদের উপলব্দি করা উচিত এ সরকারই শেষ সরকার নয়। তিনবারের প্রধানমন্ত্রী, বয়োজৈষ্ঠ্য রাজনীতিবিদ, কোটি কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এহেন আচরণ অসদাচারণেরই সামিল।
রিজভি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য এ সরকার শুরু থেকে জিয়া পরিবারকে টার্গেট করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি কেড়ে নেয়া থেকে শুরু করে একের পর এক বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিপর্যস্ত করার জন্য এহেন প্রচেষ্টা নেই যা সরকার করছে না। আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের বিরুদ্ধে অমানবিক আক্রমণ চালানো হচ্ছে।
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস