শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১১:৪৮:৪৬

আবার পেছালো খালেদার দেশে ফেরা

আবার পেছালো খালেদার দেশে ফেরা

নিউজ ডেস্ক : আজ দেশে ফেরার কথা শোনা গেলেও ফেরা হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ফলে যুক্তরাজ্যের রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার পূর্বনির্ধারিত কয়েকটি সাক্ষাতের কর্মসূচিও পেছানো হয়েছে। একইসঙ্গে পেছানো হয়েছে তার দেশে ফেরার তারিখ। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার হাঁটুর চিকিৎসা চললেও তার একটি চোখের অপারেশন এখনো বাকি। এ কারণে পিছিয়ে গেছে দেশে ফেরা। চলতি মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য লন্ডনে সফরে গেলেও দেশে ফেরার আগ্রহ তার। দেশে ফিরতে তাড়াহুড়া করছেন তিনি। এ জন্য তিনি বিমানের টিকিটও বুকিং দিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ এবং ছেলে তারেক রহমানের আপত্তির কারণে বুকিংও বাতিল করতে হয়েছে তার। খালেদা জিয়ার নির্দেশে ২২ অক্টোবর বিমানের টিকিট বুকিং দেয়া হয়েছে। এরই মধ্যে চিকিৎসা সম্পন্ন হলে ওইদিনই দেশে ফিরবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে আছেন তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। পাশাপাশি তারেক রহমানও খোঁজ-খবর রাখছেন। এ সপ্তাহে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন খালেদা জিয়া। চোখের চিকিৎসার জন্য লন্ডন গেলেও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আট বছর পর একসঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। দীর্ঘ ৮ বছর ধরে লন্ডনে সপরিবারে বসবাস করছেন তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আর মালয়েশিয়ায় বসবাস করছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়ে। খালেদা জিয়ার সফর উপলক্ষে লন্ডনে রয়েছেন তারা। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে