আবারো সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল
ঢাকা: চিকিৎসার জন্য শনিবার সকালে সিঙ্গাপুরে রওনা হবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে আগামী ২১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ছয় মাস ১০ দিন কারাবন্দী থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এরপর ২৬ জুলাই চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রী আহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের চিকিৎসা করান তিনি।
পরে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নেতা। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা শেসে ২১ সেপ্টেম্বর দেশে ফেরেন।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/আসিফ/এআর
�