শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫৪:৪৭

সাংবাদিক শিমুলের জানাজায় মানুষের ঢল

সাংবাদিক শিমুলের জানাজায় মানুষের ঢল

সিরাজগঞ্জ : গুলিতে নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের জানাজায় মানুষের ঢল নেমেছিল। শনিবার সকাল পৌনে ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, নির্বাহী অফিসার মামুন আল রাজি, থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ন বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদসহ সর্বস্তরের লোকজন জানাজায় উপস্থিত ছিলেন। পরে শিমুলের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়ীতে নেওয়া হয়। কাকিলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ী কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক শিমুল হত্যা মামলার কে এম নাসিরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ছয় আনি গ্রামের অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসানাত এ তথ্য শনিবার রাতে শিমুলের স্ত্রী নুরুন নাহার বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার দু ভাই পিন্টু ও মিন্টুসহ ১৮ জনের নামে একটি হত্যা মামলা করেন। এর আগে ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদ, পৌর মেয়র ও তার দুই ভাইসহ ২৫ জনের নামে আরেকটি মামলা হয়েছে।

এদিকে, শিমুল হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। শনিবার সকাল থেকে শাহজাদপুর পৌর এলাকার দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ ছিল। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হরতাল সমর্থনকারীরা। সাংবাদিক, ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা কালো ব্যজ ধারণ করে।  
০৪ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে