শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:০৬:৫৫

লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

নিউজ ডেস্ক : লাইফ সাপোর্টে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শনিবার রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার সকালেই তাকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, ‘গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আধাঘণ্টা আগে (রাত ৯টার দিকে) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান লেলিন। ডা. বরেণ চক্রবর্তীর এপিএস কামরুল বলেন, ‘স্যার জানিয়েছেন যে তার (সুরঞ্জিত সেনগুপ্ত) ফুসফুসে ইনফেকশন হয়েছে। শারীরিক অবস্থা খুব ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

কামরুল হক আরও বলেন, ‘এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। আগামীকাল সকাল ১০টাতেই সম্ভবত তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।’

ষাটের দশক থেকে উঠে আসা এই বর্ষীয়ান নেতা গত চার দশকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুইবার মন্ত্রী ছিলেন।

৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে