রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২২:৩১

সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা আরো সংকটাপন্ন

সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থা আরো সংকটাপন্ন

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত ১০ টার পরে ১৫ মিনিটের জন্য তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় চিকিৎকসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।

শনিবার রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ডা. বরেণ প্রথমে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এই অবস্থায় সেটা সম্ভব নয় বলেও জানান তিনি।

ডা. বরেন চক্রবর্তী বলেন, ‘তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের  আগ্রহ রয়েছে। তবে চিকিৎসকরা এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। কারণ, এ মুহূর্তে  দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা তার নেই।’

ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন বলেন, গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

 
৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে