নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। শনিবার দিবাগত রাত ৪টা ১০ মিনিটে তিনি মারা যান। ল্যাব এইড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার রাত ১০ টার পরে ১৫ মিনিটের জন্য তার হার্টবিট ছিল না। চিকিৎসকদের চেষ্টায় পুনরায় হার্টবিট ফিরে আসলেও তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হতে থাকে। এ অবস্থায় চিকিৎকসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছিল।
শনিবার রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ৯টার দিকে ডা. বরেণ প্রথমে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে রাত ১০টার পরের অবস্থায় সেটা সম্ভব নয় বলেও জানান তিনি।
অবশেষে ভোর রাত ৪টা ১০ মিনিটে চিরদিনের মত না ফেরার দেশে চলে গেলেন ষাটের দশক থেকে উঠে আসা বাংলাদেশের এই বর্ষীয়ান নেতা। গত চার দশকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাধিকবার মন্ত্রী ছিলেন।
০৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ