নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাত সাতবার সংসদ সদস্য হিসেবে সুনামগঞ্জের গণ-মানুষের প্রতিনিধিত্বকারী বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সামাজিক যোগাগোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন গোলাম মাওলা রনি। সুরঞ্জিত বাবুর মৃত্যুতে তার মনও যে ভীষন উতালা তা তার অসাধারণ লেখনিতে ফুটে উঠেছে।
ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাস নিচে হুবহু তুলে ধরা হলো:
মনের ওপর মস্তবড় জগদ্দল পাথর চেপে বসেছে। তার মৃত্যু সংবাদ শোনার পর থেকে ভীষন উতালা বোধ করছি। যারা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন তিনি তাদের নিকট হিমালয় সম উচ্চতায় এক অনন্য সম্মান নিয়ে চিরদিন জ্যোর্তিময় তারকা হয়ে থাকবেন।
আমাকে ভীষন স্নেহ করতেন। আমার ক্ষুদ্রতা দ্বারা তাকে বহুবার বিব্রত করেছি কিন্তু তিনি তার বিরাটত্ব দ্বারা সর্বদা আমাকে সম্মানীত করার চেষ্টা করেছেন। সংসদে তিনি যখন বক্তব্য দিতেন অথবা একান্ত আড্ডায় সবাইকে মাতিয়ে রাখতেন তখন অবাক বিস্ময়ে ভাবতাম কি যাদু বিধাতা তার ব্যক্তিত্ব ও বাচন ভঙ্গিতে সন্নিবেশিত করেছেন যা অন্য কারো মধ্যে নেই।
তার অনেক বেদনা ছিলো। কিন্তু দল ও নেত্রীর প্রতি আনুগত্য ছিলো সীমাহীন। আমাকে বহুবার উপদেশ দিয়েছিলেন দলীয় আনুগত্য এবং শৃঙ্খলা রক্ষার ব্যাপারে। আমি তার উপদেশ শুনেছিলাম এবং মেনে ছিলাম কিন্তু তখন বড্ড দেরী হয়ে গিয়েছিলো……..।
আমাদের দাদা সুরঞ্জিত সেন গুপ্তের বিদেহী আত্মার জন্য শুভ কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য রইলো সহানুভূতি।
০৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি