সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:১২:১১

তিনি আর আসবেন না পার্লামেন্ট কাঁপাতে : নঈম নিজাম

তিনি আর আসবেন না পার্লামেন্ট কাঁপাতে : নঈম নিজাম

নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাত সাতবার সংসদ সদস্য হিসেবে সুনামগঞ্জের গণ-মানুষের প্রতিনিধিত্বকারী বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সামাজিক যোগাগোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

সামাজিক যোগাগোগ মাধ্যমে দেওয়া তার এই স্ট্যাটাস নিচে হুবহু তুলে ধরা হলো:

ষাটের দশক চলে যাচ্ছে। মুছে যাচ্ছে জীবন্ত ইতিহাস। ষাটের আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ সৃষ্টির মহানায়কদের একজন সুরঞ্জিত সেন গুপ্ত। বড় মনের এই মানুষটির সঙ্গে দেখা হতো,কথা হতো। মাঝে মাঝে ফোন করতেন। ষাটের দশকের প্রিয় এই মানুষটিও চলে গেলেন। তিনি আর আসবেন না বাংলাদেশের পার্লামেন্ট কাঁপাতে। সংসদ লাইব্রেরিতে আর তাকে দেখা যাবে না। বলবেন না মাননীয় স্পীকার…….. সংসদীয় রীতিনীতি… কাউল…বিধিবিধান… ।
০৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে