সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৫১:১১

তেজগাঁওয়ে মিলল মানুষের ২টি পা

তেজগাঁওয়ে মিলল মানুষের ২টি পা

নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও গ্রিন রোডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসের বাউন্ডারির সীমানা প্রাচীরের ভেতর থেকে মানুষের দুটি পা উদ্ধার করেছে পুলিশ।
 
উদ্ধার হওয়া পা দুটি উরু থেকে নীচ পর্যন্ত ছিল।
 
রোববার বিকাল ৪টার দিকে ওই পা দুটি উদ্ধার করে রাত সাড়ে ৮টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
 
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, পা দুটি উরু থেকে নীচ পর্যন্ত ছিল। অন্য কোথাও দেহ থেকে পা দুটি বিচ্ছিন্ন করে এখানে এনে ফেলা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
০৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে