নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কেএম নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সার্চ কমিটি এই পদে নুরুল হুদা ও আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিলেন। সেখান থেকে কে এম নুরুল হুদাকে নতুন সিইসি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম। সোমবার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম একথা জানান।
এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে ২ জন এবং ৪ নির্বাচন কমিশনার পদের জন্য ৮ জনের নাম সুপারিশ করেছে। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্চ কমিটি এ সুপারিশ করেছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে এ সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদ, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরিন আখতার।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ এবং মোসাম্মৎ নাসিমা বেগমও সার্চ কমিটি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জনের নাম পেশ করার জন্য রাষ্ট্রপতি সার্চ কমিটিকে ধন্যবাদ জানান। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন।
৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস