সোনার দাম ফের বাড়লো দেড় হাজার টাকা
ঢাকা : দেশের বাজারে বাড়লো সোনার দাম। বিভিন্ন ধরনের সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার থেকে নতুন দর কার্যকর হবে।
শুক্রবার বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম বাড়ার বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সোনা ও রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা শনিবার থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার ৪৩ হাজার ৭৪০ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ৬১০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৪ হাজার ৯৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২৩ হাজার ৯১১ টাকা।
সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। প্রতিভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৯৯১ টাকা।
বাজুস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনার ৪২ হাজার ২২৩ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ১২৪ এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হয়।
সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২২ হাজার ৫৬৯ টাকা। রুপার ভরি ছিল ৯৩৩ টাকা। গত ৮ সেপ্টেম্বর এ দর নির্ধারণ করেছিল বাজুস।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ