‘শিক্ষানীতি বাতিল ও বোরকাবিরোধীদের শাস্তির দাবি’
ঢাকা : পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী রচনা ও বিতর্কিত শিক্ষানীতি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি সংগঠন। একইসঙ্গে পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধ ও মুসলিম মনীষীদের জীবনী অন্তর্ভূক্ত, ইসলামী শিক্ষার প্রসারে ব্যাপক পৃষ্ঠপোষকতা করারও দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মেয়েদের বোরকা পরিধানে বাধ্য করা, বোরকাবিরোধীদের বরখাস্ত করা ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি করে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি সংগঠন।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ আইটিইউ’র ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আজ ১৭ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনেরও আয়োজন করা হয়।
বিবৃতিতে রাসুল (সা.) এর মানহানীকর; কার্টুন প্রদর্শনী, ছবি ছাপানো নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রীর অগ্রণী ভূমিকা পালন করা এবং সংসদে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানানো হয়।
অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ইসলামের বিশেষ বিশেষ দিন সরকারিভাবে পালন, বিশেষ করে কারবালা দিবস ও আশুরা উপলক্ষ্যে সরকারিভাবে ব্যাপক আয়োজন করা। সরকারকে বেকায়দায় ফেলতে আইএসের নামে আমেরিকাসহ আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ২০৫০ সালের মধ্যে বঙ্গবন্ধুর নামে একটি করে মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করার দাবিও জানানো হয় আজকের বিবৃতিতে।
বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন বাংলাদেশ, বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটি, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, কোরআন প্রচার সংস্থা, হাক্কানী ত্বরীক্বত ফেডারেশন, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতি ও বঙ্গবন্ধু ওলামা পরিষদসহ সমমনা ১৩টি দল।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো: আবুল হাসান শেখ শরীয়তপুরী।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ