মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:০৪:৪৪

বাসচাপায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিহত

বাসচাপায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিহত

নিউজ ডেস্ক: রাজধানীর টিকাটুলী মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে গোলাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ছিলেন। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার সকালে টিকাটুলীর ইত্তেফাক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন জালাল উদ্দিন (৫৬), শাহিদা বেগম (৪০) ও সুজন (২৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপরিদর্শক বাচ্চু বলেন, সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস ইত্তেফাক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে গোলাম হোসেন ও তিনজন গুরুতর আহত হন। পরে ট্রাফিক কনস্টেবল মফিজ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে