সংঘর্ষ-বন্দুকযুদ্ধে নিহত ২
নিউজ ডেস্ক : কক্সবাজারে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষে এবং জয়পুরহাটে পুলিশের সঙ্গে ডাকাতের কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার ঘোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে শেখ আবদুল্লাহ (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই এলাকার আবদুল ওয়াদুদের ছেলে।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধসহ আরো ১০ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যদিকে জয়পুরহাটে পুলিশের সঙ্গে ডাকাতের কথিত বন্দুকযুদ্ধে রেজাউল (৩৭ ) নামে গুলিবিদ্ধ ডাকাত মারা গেছে। শনিবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ