পদ্মাপাড়ে সচিব কমিটির বৈঠক!
ঢাকা: পদ্মাসেতু প্রকল্প এলাকায় সচিব কমিটির বৈঠক শুরু হয়েছে। সচিব কমিটির সদস্যরা ছাড়াও প্রায় অর্ধ শতাধিক সচিব এ বৈঠকে উপস্থিত রয়েছেন।
শনিবার সকাল ১০টায় প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া ১ এর অফিস বিল্ডিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
সাধারণত সচিব কমিটির বৈঠক সচিবালয়ে হয়ে থাকে। তবে পদ্মাসেতুর গুরুত্ব বিবেচনায় এই প্রথমবারের মতো সচিবালয়ের বাইরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে পদ্মাসেতু প্রকল্প এলকায় পৌঁছান সচিবরা।
পদ্মাসেতু প্রকল্পের সার্বিক দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে।
সভার শুরুতে সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও পদ্মাসেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান চিত্র তুলে ধরেন।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ