শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০১:০২:০৯

অনুরোধ সত্ত্বেও শিথিল হয়নি ভ্রমণ সতর্কতা

অনুরোধ সত্ত্বেও শিথিল হয়নি ভ্রমণ সতর্কতা

ঢাকা : দুই বিদেশি খুনের জের ধরে কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্ক জারির পর তা বাতিলে সরকারের অব্যাহত অনুরোধ এবং কূটনৈতিক জোনে আধাসামরিক বাহিনী মোতায়েনসহ নিরাপত্তার নানামুখী পদক্ষেপ সত্ত্বেও এখনো তা বহাল আছে। উল্টো পশ্চিমের বিভিন্ন দেশ প্রতিনিয়ত তা হালনাগাদ করে চলেছে। যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ শুক্রবারও তা হালনাগাদ করেছে। সেখানে পশ্চিমা স্বার্থের ওপর আরো সন্ত্রাসী হামলার আশঙ্কার বিষয়টিও তারা বলবৎ রেখেছে। তাদের কাছে এ হামলার বিষয়ে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে বলে ভ্রমণ সতর্কবার্তাগুলোতে উল্লেখ রয়েছে। বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিশেষ করে পশ্চিমাদের ওপর হামলার আশঙ্কার মধ্যে দুজন বিদেশি নাগরিককে গুলি করে হত্যার পর আতংকিত পূর্ব ও পশ্চিমের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফর, অবস্থান এবং চলাফেরার বিষয়ে ওই ভ্রমণ সতর্কতাগুলো জারি করেছিল। ২৮ সেপ্টেম্বর কূটনৈতিক জোন গুলশানে ইতালি এনজিও কর্মকর্তা সিজার তাভেলা এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার পর অনেক বিদেশি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। বাতিল হয়ে গেছে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের নির্ধারিত বৈঠকও। ৩টি বিদ্যুৎকেন্দ্র ছেড়ে গেছেন প্রায় অর্ধশত বিদেশি কর্মী। দেশে পর্যটক আসাও অনেকটা কমে গেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ঢাকা সফর স্থগিত করেছে। ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত করাসহ ঢাকায় বিভিন্ন দূতাবাসের অনেক পূর্ব-নির্ধারিত আয়োজন বাতিল হয়ে গেছে। আতঙ্ক নিরসনে সরকারের পক্ষ থেকে দূতাবাসসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারসহ বিভিন্নমুখী উদ্যোগ নেয়া হয়েছে। কূটনৈতিক জোনসহ সারা দেশের বিদেশিদের অবস্থানস্থলকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের ঘটনাদ্বয় পরবর্তী সরকারের পদক্ষেপ এবং তদন্ত কার্যক্রমের বিষয়েও অবহিত করা হয়েছে। সরকারের তরফে বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়ে ভ্রমণ সতর্কতা শিথিলের অব্যাহত অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোর প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে ওই বার্তাগুলোতে উল্লিখিত আইএস প্রসঙ্গ বাদ দেয়ার অনুরোধও করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ দুই বিদেশি হত্যার তদন্তে আইএস-এর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে স্পষ্ট করেন। সরকারের তরফে বিদেশিদের উদ্বেগ নিরসনে নানা উদ্যোগ নয়ো হয়েছে। এ নিয়ে সরকার প্রধান পর্যন্ত কথা বলেছেন, আশ্বস্ত করার চেষ্টা করেছেন। নিরাপত্তা জোরদারে বিদেশি দূতদের প্রশংসা পেয়েছে সরকার। কিন্তু উদ্বিগ্ন দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইতালি ছাড়া কোনো দেশই তাদের নাগরিকদের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা শিথিল বা প্রত্যাহার করেনি। ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে