‘স্বৈরাচারের পাশে বসে গণতন্ত্র হয় না’
ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক স্বৈরশাসক এরশদ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুকে পাশে বসিয়ে সরকার গণতন্ত্রের কথা বলছে। এভাবে গণতন্ত্রের চর্চা হয় না।
শনিবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে একটি স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, সরকার আর ইনু যে গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সেই গণতন্ত্রে বিশ্বাসী নয়। স্বৈরশাসক আর ইনুকে পাশে বসিয়ে সরকার বিএনপির সমালোচনা করছে। ইনু বৈজ্ঞানিক গণতন্ত্রে বিশ্বাস করে। তাদের গণতন্ত্র থেকে মানুষ সরে এসেছে।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ