দুর্গা পূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকা : দুর্গা পূজায় সরকারি ছুটি তিন দিন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহাজোটের পক্ষে দেয়া এক লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি। প্রসঙ্গত, দুর্গা পূজা উপলক্ষে বর্তমানে একদিনের সরকারি ছুটি পান হিন্দু ধর্মাবলম্বীরা।
লিখিত বক্তব্যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক পূজার জন্য নির্মাণ করা মন্দির ও প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেফতার এবং তাদের শাস্তির দাবি করেন। একইসঙ্গে দুর্গা পূজায় অষ্টমী, নবমী ও দশমীতে মোট তিন দিনের সরকারি ছুটির দাবিও জানান।
সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট খুলনা বিভাগের সভাপতি অচিন্ত্য কুমার মণ্ডল সভাপতিত্ব করেন। এছাড়া মহিলা হিন্দু মহাজোটের আহ্বায়ক সোনালি দাশ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ