‘লন্ডনে খালেদার বাড়ি ভাড়ার খবরে হতাশ বিএনপি’
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য লন্ডনে বাড়ি ভাড়ার খবরে হতাশ বিএনপির নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি এখনো বিলীন হয়ে যায়নি এমন তথ্য জানান দিতেই প্রতিদিন নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। বিএনপিকে সংবাদ সম্মেলননির্ভর দল থেকে বেরিয়ে এসে জনগণের মাঝে যেতে হবে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্মলীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া লন্ডনে গিয়ে ভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। এ খবর আমাদের কাছে আছে। চোখের চিকিৎসার কথা বলে খালেদা জিয়া সেখানে বসে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন।
তিনি বলেন, বারবারই বিএনপি দেশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্ব সব সময় ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সেই কাজের জন্য শেখ হাসিনাকে বিশ্ব দরবার থেকে প্রশংসাও করা হচ্ছে।
সাবেক এ মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এলেও কিছু মানুষ তা মানতে পারছেন না। জার্মানিতে যেখানে লোকালয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয় সেখানে সুন্দরবন থেকে ১৮ কিলোমিটার দূরের বিদ্যুৎকেন্দ্রে পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের মায়া কান্না। লং মার্চের নামে শীত এলেই পিকনিক করার আয়োজন করেন। পৃথিবীর সর্বশেষ জ্ঞান বিজ্ঞান নিয়ে তাদের কোনো পড়াশোনা নেই।
তিনি বলেন, শেখ হাসিনা কখনই জীববৈচিত্র ধ্বংস করেন না, সৃষ্টি করেন। যার প্রমাণ জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ান অব দা আর্থ পুরস্কার অর্জন।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সুজিত রায় নন্দী, অ্যাডভোকেট শামসুল হক টুকু, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�