এবার টার্গেটে গণজাগরণ মঞ্চের ইমরান!
নিউজ ডেস্ক : এবার টার্গেটে গণজাগরণ মঞ্চের মুখপাত্র (একাংশ) ইমরান এইচ সরকার। তাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা বলে জানিয়েছেন তিনি। শনিবার সকালে তার ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে এ হুমকির বার্তাটি দেয়া হয়।
এ ব্যাপারে ডা. ইমরান এইচ সরকার গণমাধ্যমকে বলেন, দুই বিদেশিকে যেভাবে হত্যা করা হয়েছে, আমাকে সেভাবে হত্যা করা হবে বলে ম্যাসেজে হুমকি দেয়া হয়েছে। এটি সকালে দিলেও আমি দুপুর ১২টায় খেয়াল করি। এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান।
হুমকির পর ইমরান তার ফেসবুক পেজে লিখেন, কাপুরুষদের এ ধরনের হুমকিকে হয়তো এত গুরুত্ব দেয়ার কিছু নেই। তবে এদেরকে আইনের আওতায় আনাটা আমি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। কেননা এই সন্ত্রাসীরা এখন শুধু হুমকিই দিচ্ছে না, কাপুরুষোচিত হামলা করে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটিয়েই যাচ্ছে।
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। বিভিন্ন প্রগতিশীল ছাত্র, সাংস্কৃতিক সংগঠন, অনলাইন এ্যাক্টিভিস্টদের সমন্বয়ে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র হন ইমরান এইচ সরকার। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার দাবিসহ নানা জাতীয় বিষয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচিত হন তিনি।
১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�