রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫২:৫৪

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে রিট

নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে রিট

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনের গেজেট বাতিল চেয়ে একটি রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি করেন।

রিট শুনানি না হওয়া পর্যন্ত সদ্য গঠিত নিবাচন কমিশনের শপথ গ্রহণ স্থগিতের প্রার্থনা করা হয়েছে এই রিট আবেদনে।

আইন সচিব, ক্যাবিনেট সচিব, নির্বাচন কমিশন সচিব এবং ৫ জন নির্বাচন কমিশনারকে এই রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ চ্যানেল আই অনলাইনকে জানান, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার এই রিটের ওপর শুনানি হতে পারে।
১২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে