ঢাকা নিয়ে আনিসুল হকের লক্ষ্য
ঢাকা : ঢাকা নিয়ে ভাবছেন উত্তরের মেয়র আনিসুল হক। কীভাবে ঢাকাকে সবুজায়ন করা যায় এ চিন্তা তার মাথায়। আগামী তিন বছরের মধ্যে রাজধানী ঢাকাকে সবুজে ভরিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আর্বজনামুক্ত সবুজ ঢাকা গড়তে সচেতনামূলক একটি র্যালি উদ্বোধন অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। র্যালিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র। ঢাকাকে সবুজ করার সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সামনে থেকে।
এ অভিযানের উদ্দেশ্য সম্পর্কে মেয়র আনিসুল হক বলেন, মহাখালী থেকে প্ল্যানিং কমিশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার দেয়াল আছে। এ দেয়াল এয়ার ফোর্সের। আমরা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ক্রিপার লাগানো শুরু করেছি।
তিনি বলেন, উল্টোদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের যে দেয়াল আছে সেখানেও ক্রিপার লাগানো হচ্ছে। নগরীতে যতগুলো ফ্লাইওভার আছে সেগুলোর নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে বাগান করা হবে।
মেয়র বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা রেইন গার্ডেন করবো। এখানে আমরা সবাই আজ এক হয়ে গেছি। কে শিক্ষক আর কে মেয়র কিছুই চেনা যাচ্ছে না। সবার একটাই স্বপ্ন ঢাকাকে সবুজ ও আর্বজনামুক্ত নগরী গড়া তোলা। এটা একটা সামাজিক আন্দোলন। এ আন্দোলনে সাধারণ মানুষদের সহযোগিতা করতে চাই।
১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�