নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুকে একটি চক্র তিনটি ধাপে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
আব্দুর বাতেন বলেন, ‘চক্রটি ফেইসবুকে প্রথমে একটি গ্রুপ তৈরি করা হয়, এরপর সেখানে প্রশ্নপত্র ফাঁস বিষয়ে স্ট্যাটাস দেয় এবং শেষ ধাপে যারা চক্রটির সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে একটি বিকাশ নম্বর দেওয়া হয়। যারা বিকাশে টাকা পাঠান শুধু তাদের প্রশ্ন পাঠানো হয়। তাদের ফাঁস করা প্রশ্নপত্র থেকে ৩০/৪০ শতাংশ কমন পড়ে।’
তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পরে আরও জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
সংবাদ সম্মেলনে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- রাজু আহমেদ, মো. ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মইনুদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ এবং কাজী রাশেদুল ইসলাম ওরফে রনি। এদের মধ্যে মো. ফয়সালুর রহমান ওরফে আকাশ প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা। তার মাধ্যমে অন্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল সিম কার্ড জব্দ করা হয়।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম