নিউজ ডেস্ক: একই রঙের টি শার্ট পরা একঝাঁক তরুণ-তরুণী। তাদের সবার হাতে লাল গোলাপ। রাস্তায় চলার পথে যেখানে যাকে পাচ্ছেন তাকেই দিচ্ছেন একটি করে লাল গোলাপ। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন।
ভালোবাসা দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে এভাবে সবাইকে ফুল দিচ্ছিলেন সংগঠনের এসব তরুণ-তরুণী।
এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে তারা বলেন, ভালোবাসাকে সমাজের সব পেশাজীবীর প্রতি নিবেদনের মাধ্যমে এটা বুঝাতে চাই যে আসলে ভালোবাসা কখনো এককেন্দ্রিক হতে পারে না।
এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এসটি শাহীন বলেন, জন্মের পর থেকেই মানুষ ভালোবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। ভালোবাসা আমাদের সহজাত মানবিক প্রবৃদ্ধি। তাই ১৪ ফেব্রুয়ারি সবাই মিলে সৃষ্টি করি ভালোবাসা দিবসের নতুন সংজ্ঞা; গতানুগতিক দৃষ্টিভঙ্গি দূর করে সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি।
সবার মাঝে গোলাপ বিতরণ কার্যক্রমে সংগঠনের সদস্যরা অংশ নেন।
১৪ ফেব্রুয়ারি, ২০১৭/এমটিনিউজ/এআর