বিএনপি নেতা মাহবুবুরের বক্তব্যে ক্ষেপেছে জামায়াত
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী সম্পর্কে একটি জাতীয় দৈনিককে দেয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বক্তব্যে ক্ষেপেছে জামায়াত। মাহবুবুর রহমানের বক্তব্যকে অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত বলে বর্ণনা করেছে দলটি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ প্রতিবাদ জানায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।
বিবৃতিতে বলা হয়, শনিবার প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াত সম্পর্কে তিনি যে আপত্তিকর মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত। তার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ।
জামায়াত সম্পর্কে মাহবুবুর রহমানের দেয়া বক্তব্যকে ভিত্তিহীন মিথ্যা বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, এটা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থবিরোধী।
হামিদুর রহমান আযাদ বলেন, সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন তাহলে তাকে বেআইনি করছে না কেন- মাহবুবুর রহমানের এ বক্তব্য উসকানিমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্যবিরোধী। ২০ দলীয় জোটের শরিক দলের একজন নেতা হয়ে তিনি কীভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন। সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙতে চায় তারাই এ ধরনের মন্তব্য ছুড়ে দিতে পারেন।
বিএনপি নেতাকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই জামায়াত নেতা।
১৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�