বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:১৩:১৭

বিশ্ব ব্যাংকের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ১৪ দলের

বিশ্ব ব্যাংকের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ১৪ দলের

নিউজ ডেস্ক : পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগে নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন (একশ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, পদ্মা সেতুর অর্থায়নে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে নির্মাণ কাজে যে বিলম্ব হয়েছে তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ক্ষতিপূরণে বিশ্ব ব্যাংকের একশো কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া উচিত।
১৫ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে