নিউজ ডেস্ক : সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্থলাভিষিক্ত হলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। বুধবার জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠন করে আব্দুল মতিন খসরুকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়।
দশম জাতীয় সংসদের সংসদীয় কমিটি গঠনকালে সুরঞ্জিত সেনগুপ্তকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ পদের দায়িত্বে ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যান ।
বুধবারের অধিবেশনে এই কমিটিসহ আরও তিনটি কমিটি পুনর্গঠনে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে সংসদে প্রস্তাব তোলেন চিফ হুইপ আসম ফিরোজ। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাস হয়।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়া বুধবার বাণিজ্য এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়।
১৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস