সত্যি হয়ে গেল নৌমন্ত্রীর সেই ভবিষ্যৎবাণী
চট্টগ্রাম : জামায়াত-বিএনপি বিরুদ্ধে প্রায় সবসময়ই জোরালো বক্তব্য দিয়ে থাকেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তবে এবার বললেন একটু ভিন্ন সুরে। তিনি দাবি করেছেন তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসটির ২ নম্বর জেটিতে আয়োজিত এনসিটির ১, ২, ৩ ও ৪ নম্বর জেটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন কথা বলেন।
তিনি বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে মানুষ-পশু কোরআন শরীফ পুড়িয়েছেন। সরকারের উন্নয়ন তার কখনো চোখে পড়েনি। কিন্তু আমি বলেছিলাম উন্নয়ন না দেখে থাকলে তার চোখে ছানি পড়েছে। এখন দেখি তিনি চোখের চিকিৎসা করানোর জন্য লন্ডন গেছেন। তাহলে আমার করা ভবিষ্যৎবাণী সত্যি সত্যিই হয়ে গেলো।
খালেদা জিয়াকে বাংলার ঘষেটি বেগম বলে অ্যাখায়িত করে মন্ত্রী বলেন, ঘষেটি বেগম খালেদা জিয়া লন্ডনে তারেক জিয়ার কাশিমকুটির বাসায় বসে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে ষড়যন্ত্র করছেন। তার বিদেশী হত্যার মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, দেশ যখন উন্নতির শিখরে পৌঁছছে। বিদেশিরা যখন বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময়ে বিস্মিত হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। শেখ হাসিনা আন্তর্জাতিক সংগঠন থেকে একের পর এক পুরুস্কার অর্জন করছেন ঠিক তখনই আগুন সন্ত্রাস করে ব্যর্থ হওয়া জঙ্গি নেত্রী খালেদা জিয়া নতুন নতুন ষড়যন্ত্র করছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খালেদা জিয়ার বিচার করার আহ্বান জানিয়ে শাহাজাহান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জনগণ আপনার সাথে রয়েছে। আপনি আগুন দিয়ে মানুষ হত্যাকারী খালেদার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন। ২০১৫ সালের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে সেখানে ঘষেটি বেগম খালেদার বিচার শুরু করুন। বাংলার জনগণ আপনার সাথে রয়েছে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বন্দর পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, পটিয়া আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া সাইফ পাওয়ারটেক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ/আসিফ/এআর
�