শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২২:০৭

জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। জার্মানির স্থানীয় সময় ভোর ৬টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার দুপুর প্রায় ১২টা) তাকে বহনকারী বিমান মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে  (ইওয়াই ২৫৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখান থেকে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহযোগে মিউনিখ ম্যারিয়ট হোটেলে নিয়ে যাওয়া হয়। জার্মানি সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

বিকেলে প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। সেখানে আগত অতিথিদের সম্মানে মিউনিখের মেয়র আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

জার্মানির বাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে আজ শুক্রবার থেকে এ নিরাপত্তা সম্মেলন শুরু হবে। এ সফরকালে  জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ১৮ ফেব্রুয়ারি শনিবার মিউনিখে এই বৈঠক হবে। একইদিনে সম্মেলনের প্যানেল আলোচনায় জলবায়ু নিরাপত্তা এবং ‘গুড কপ ব্যাড কপস’ বিষযক পর্যালাচনা সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকার পথে রওনা দেওয়ার কথা রয়েছে।
এদিকে, এই সফর উপলক্ষে আয়েজিত এক সংবাদ সম্মেলনে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, বর্তমান বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনায় ‘বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত এই সম্মেলনে বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ যোগ দেবেন।

১৯৬৩ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের যাত্রা শুরু হয়। পাঁচ দশক ধরে এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা ও শৃংখলার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সূত্র: বাসস।
১৭ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে