শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫৯:২৬

‘সার্চ কমিটির চার্জ ছিলো না’

‘সার্চ কমিটির চার্জ ছিলো না’

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সার্চ কমিটি গঠন করেছিলেন তাতে চার্জ ছিলো না বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়।’

শনিবার (১৮ ফেব্রয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত নির্বাচন কমিশন: সহায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশন প্রসঙ্গে ফারুক বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে আরেকটি রকিব মার্কা নির্বাচন কমিশন জাতিকে উপহার দিয়েছেন। যাকে প্রধান করা হয়েছে তিনি আওয়ামী লীগ নেতা। তাকে দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন কখনও সম্ভব নয়।’

বিএপির মেরুদণ্ড ভেঙে গেছে তাদের দিয়ে আন্দোলন সম্ভব নয়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন তারপরে দেখুন রাজপথ কাদের দখল থাকে।’

খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতকে প্রভাবিত করলে খালেদা জিয়াকে শাস্তি ভোগ করতে হবে। আর না করলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন।’
১৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে