রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৮:৩৯:৩১

ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

 ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল আজ রোববার দুপুর ১টায় ঘোষণা করা হবে। শনিবার রাত সাড়ে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। উল্লেখ্য, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর অনুষদটিতে ১১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। খ ইউনিটের পরীক্ষার মত এ পরীক্ষাতেও ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভর্তি পরীক্ষায় হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যবে। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে