রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৯:০৫:০২

যে সতর্কতায় তোলপাড়

যে সতর্কতায় তোলপাড়

ঢাকা : বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারো সতর্ক করে দিয়েছে ঢাকার গুলশানে অবস্থিত আমেরিকান দূতাবাস। শনিবার সন্ধ্যায় হালনাগাদ করা আমেরিকান দূতাবাসের নিরাপত্তা বার্তায় এই সতর্কতা দেওয়া হয়েছে। বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের উপর আবারো সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। ফলে বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। ওই নিরাপত্তা সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে দুইজন বিদেশি নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে ইসলঅমিক স্টেট (আইএস)। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমা দেশগুলোর নাগরিকরা হামলার শিকার হতে পারে বলে তথ্য রয়েছে। যদিও বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা জোরদারে বাড়তি পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু সন্ত্রাসের হুমকি রয়ে গেছে বলে মার্কিন দূতাবাস দাবি করেছে। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক হোটেলগুলোতে আয়োজিত বড় জমায়েতসহ অন্যান্য স্থানেও হামলা হতে পারে। তাই বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাসের সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জনসমাগমের স্থানে যেতে নিষেধ করা হয়েছে। পায়ে হেঁটে, রিক্সায়, সাইকেলে বা কোনো খোলা বাহনে চলাচল করা যাবে না। এমনকি দূতাবাসের নিরাপত্তা শাখার লিখিত অনুমতি ছাড়া কোনো আন্তর্জাতিক হোটেলসহ বাংলাদেশের বড় কোনো সমাগমে যেতেও নিষেধ করা হয়েছে। এর আগেও মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছিল দেশটির দূতাবাস। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে