সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:০৫:২৮

প্রয়াত সুরঞ্জিতের আসনে নির্বাচন ৩০ মার্চ

প্রয়াত সুরঞ্জিতের আসনে নির্বাচন ৩০ মার্চ

নিউজ ডেস্ক: সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (শাল্লা ও দিরাই) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। একইদিনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। এর আগে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করে ইসি। বৈঠকে এসব সিদ্ধান্ত হয়ে বলে তিনি জানান। এ সময় ইসি সচিব মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে