নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (মঙ্গলবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তেলওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। মোনাজাতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংস্থার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. তাহের হোসেন, মেম্বার সেক্রেটারি মো. হারুনুর রশিদ, মসজিদ ও মার্কেট বিভাগের কর্মকর্তা মো. মহিউদ্দিন মজুমদার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমদ প্রমুখ।
এছাড়া, আজিমপুর কবরস্থানে সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তেলওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস