বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:০৮:৫১

সর্বাগ্রে আমরা বাঙালি, ধর্মের কারণে বিভক্তি নয় : জয়

সর্বাগ্রে আমরা বাঙালি, ধর্মের কারণে বিভক্তি নয় : জয়

নিউজ ডেস্ক : ভাষা ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে সকলে প্রতি সকলে প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী পুত্র জয় বলেন,  আসুন আমরা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি। এই আত্মত্যাগই চূড়ান্তভাবে বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে। আজ এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের ভাষা ও ঐতিহ্যকে সমুন্নত রাখবো।

ধর্মের কারণে বিভক্তি নয় জাতীয়তার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সজীব ওয়াজেদ বলেন, ‘প্রথমে এবং সর্বাগ্রে আমরা হলাম বাঙালি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনীশ্বরবাদী সবাই বাঙালি। ধর্মের কারণে আমাদের মাঝে বিভক্তি আসতে দেয়া যায় না।’

২২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে