নিউজ ডেস্ক: ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ১২ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে এ পরীক্ষা।
বৃহস্পতিবার সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ডাকযোগে প্রার্থীদের প্রবেশপত্র না পাঠানোয় পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।
২৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস