নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার হরতাল। এই হরতালের মধ্যে পরীক্ষা হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে হরতালের মধ্যেও যথা সময়ে এসএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান। আজ সোমবার সকালে তিনি একথা জানান।
মাহাবুবুর রহমান জানান, হরতাল আহবানকারীরা পরীক্ষা ও এ সংক্রান্ত সবকিছু হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। তাই আগামীকাল মঙ্গলবার হরতাল হলেও পরীক্ষা রুটিন অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর