নিউজ ডেস্ক: আকাশে উড়ন্ত অবস্থায় হেলিকপ্টারের জানালা ভেঙে ঢুকে পড়ে একটি পাখি। পাখিটি বিমানের মধ্যে দিব্যি উড়তে থাকে। কিশোরগঞ্জের বাজিতপুরের এ ঘটনা। ৬ বিদেশি নাগরিকসহ ৭ যাত্রীকে বহন করছিলো ওই হেলিকপ্টার।
আজ (সোমবার) দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হাসান জানান, বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ করে সামনের জানলার কাঁচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি পাখি ঢুকে পড়ে।
এ অবস্থায় পাইলট মীরারকান্দি এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার আসছে। সেটি আসার পরই বিদেশি নাগরিকদের সিলেট পাঠানো হবে।
২৭ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর