মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৪৮:৫৩

চারদিনের সফরে ৭ এপ্রিল ভারত যাবেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে ৭ এপ্রিল ভারত যাবেন প্রধানমন্ত্রী

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ এপ্রিল চারদিনের সরকারি সফরে নয়াদিল্লি যাবেন। তাঁর এই সফরের কর্মসূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিস্থ রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করবেন। তিনি ১০ এপ্রিল দেশে ফিরবেন।
 
গত সপ্তাহে ঢাকায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে। এই সফরে প্রধানত পারস্পরিক স্বার্থ এবং ধাপে ধাপে উন্নয়ন উদ্যোগের পাশাপাশি যোগাযোগ সংযুক্তির বিষয়টিও গুরুত্ব পাবে।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে