মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:১৮:১৭

ফের উত্তাল শাহবাগ, হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

 ফের উত্তাল শাহবাগ, হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক: ফের উত্তাল শাহবাগ এলাকা। সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে অর্ধবেলার হরতাল চলছে। হরতাল পালনকে কেন্দ্র করে শাহবাগে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে এ সংঘর্ষ হয়।

মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটের দিকে হরতালের সমর্থনে একটি মিছিল শাহবাগ থেকে বাংলামোটর ঘুরে আবারও শাহবাগে এসে অবস্থান করে। পরে হরতাল পালনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

সকাল ১০ টার দিকে রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় সমর্থকরা। এসময় পুলিশ তাদের বাধা দিয়ে জলকামান থেকে পানি নিক্ষেপ করে। জবাবে হরতালকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার সময় নারীসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত হওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
২৮ ফেব্রুয়ারি ২০১৭/এমিটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে