মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:১২:৪১

কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

ঢাকা: রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

আদালত ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা আসামিদের আদালতে আনা হয়।

২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে নিজ খামারে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কোনিও হোশি। এ ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।

দীর্ঘ ৯ মাস তদন্তের পর ২০১৬ সালের ৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আসামিদের মধ্যে ২ জন বিভিন্ন সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। অন্য ৬ জনের মধ্যে ৫ জন কারাগারে এবং একজন এখনো পলাতক।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া পাঁচজন হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, জেএমবি সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব।ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিদের মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক। অন্য চারজন কারাগারে।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে