মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫৪:২২

এডিপি ১১২৭৯৫ কোটি টাকার অনুমোদন পাচ্ছে আজ

এডিপি ১১২৭৯৫ কোটি টাকার অনুমোদন পাচ্ছে আজ

স্পোর্টস ডেস্ক: সরকার চলতি অর্থবছরে (২০১৬-১৭) বড় করে ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই ৮ মাসের মধ্যেই তা সংশোধন করা হচ্ছে। তা কমিয়ে দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৭৯৫ কোটি টাকা।

এর মধ্যে বৈদেশিক সহায়তা ৪০ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ধরা হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। সরকারি তহবিলের ৭১ হাজার ২০০ কোটি। আর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হচ্ছে ৮ হাজার ৫৯৫ কোটি ৩ লাখ টাকা। সব মিলে বাদ যাচ্ছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা।

বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে পরিবহন খাতকে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এ সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপার্সন শেখ হাসিনা বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। অবশ্য পরিকল্পনামন্ত্রী অহম মুস্তফা কামালও গতকাল বলেছেন, বিভিন্ন কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তাই বৈদেশিক সহায়তা কমানো হচ্ছে।

সূত্র জানায়, খসড়া চূড়ান্ত করতে সম্প্রতি অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হয়েছে। এডিপি থেকে বাদ যাওয়া অর্থের মধ্যে বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৭ হাজার কোটি টাকা বাদ দেয়া হচ্ছে। কারণ মূল এডিপিতে ৪০ হাজার কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছিল। তবে বিদ্যুৎখাতে আরো ৩ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী বরাদ্দ বাড়িয়ে দেন।

সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার কোটি টাকা। বাস্তবায়নকারী বিভিন্ন সংস্থার অর্থায়ন ধরা হয়েছে ৮ হাজার ৫৯৫ কোটি টাকা। যা আগে ছিল ৯ হাজার ৬৪৫ কোটি টাকা। সরকারি তহবিলের ৭০ হাজার ৭০০ কোটি টাকার বিপরীতে ধরা হচ্ছে ৭১ হাজার ২০০ কোটি টাকা।

১৭টি খাতের মধ্যে সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে পরিবহনখাতে ২৫ হাজার ৩৫৯ কোটি ৬০ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ভৌত-পরিকল্পনা-পানি সরবরাহ ও গৃহায়ন খাতে ১৩ হাজার ৯৭৭ কোটি ৪৬ লাখ টাকা।-ঢাকাটাইমস
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে