মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৫৬:৪৪

গ্যাসের দাম বৃদ্ধিতে ৬ মাসের স্থগিতাদেশ

গ্যাসের দাম বৃদ্ধিতে ৬ মাসের স্থগিতাদেশ

ঢাকা: গণবিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় দফায় জুন থেকে গ্যাসের দাম বৃদ্ধি স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সর্বশেষ গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন এ রিট দায়ের করেন।

সোমবার আবেদনকারীর আইনজীবী সাইফুল আলম জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪ অনুযায়ী, বছরে একবারের বেশি গ্যাসের মূল্যবৃদ্ধির সুযোগ নেই।

অথচ একবারেই দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।  মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে দাবি করে ক্যাবের পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন এই রিটটি করে।

উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে মূল্যবৃদ্ধির ফলে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ টাকা এবং এক চুলার জন্য ৭৫০ টাকা দিতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ টাকা এবং এক চুলার জন্য ৯০০ টাকা দিতে হবে।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে