নিউজ ডেস্ক: কয়েকদিন আগে থেকে ফেসবুকে ঘুরছে চতুর্থ শ্রেণির ছাত্রের নির্বাচনী পোস্টার। এরপরেই আবার আরেক ঘটনা। তৃতীয় শ্রেণীর ছাত্রের নির্বাচনী প্রচারনার ছবি এখন ফেসবুকে ভাইরাল
অবশ্য এই পোস্টার প্রিন্ট করা নয়। তবে তারচেয়ে কিছুটা কম নয়। তৃতীয় শ্রেণির ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ছবিটি সিলেটের কানাইঘাট উপজেলার ভাড়ারীমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঠক লিখেছেন, এরকম ক্লাস ক্যাপ্টেন নির্বাচন প্রায় সবজায়গাতেই হচ্ছে।
এ পোস্টারে দেখা যায় মেহেদী হাসান সাকিব নামের এক তৃতীয় শ্রেণির শিশু ক্লাস ক্যাপ্টেন হিসেবে দাঁড়িয়েছে। ভোট আহবান করে স্কুলের সামনে টানো হয়েছে তারই পোস্টার।
২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর