ঢাকা: এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত একটি চক্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শিক্ষকদের সহায়তায় তারা প্রশ্নপত্র ফাঁস করে বলে দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশে নেয়া হয় এক থেকে পাঁচ হাজার টাকা।
ঢাকাসহ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে বুধবার গ্রেফতার করা হয় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৮ সদস্যকে। চক্রটি একাধিক ভুয়া ফেসবুক আইডি ও মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্রের ছবি মোবাইলে তুলে হাতে লিখে গ্রুপে পোস্ট দেয়। পরীক্ষার প্রশ্ন দেয়া হবে এমন স্ট্যাটাসও দেয়া হয় ফেসবুকে।
এ কাজে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক জড়িত বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার আব্দুল বাতেন একটি সংবাদ সম্মেলনে এমনটি জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতার চক্রের কাছ থেকে উদ্ধার হওয়া ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল আছে। প্রশ্নপত্র ফাঁসে আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি