নিউজ ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কাজী আনোয়ার আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাজী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন।
কাজী আনোয়ারের মরদেহ দাফনের জন্য কখন ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হবে বলে জানান তিনি।
৩ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর