শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ১০:৫০:১২

এই সপ্তাহেই ঢাকাসহ সারা দেশে ঝড়ের পূর্বাভাস

এই সপ্তাহেই ঢাকাসহ সারা দেশে ঝড়ের পূর্বাভাস

নিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ থাকবে হালকা মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর এ খবর জানানো হয়েছে, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আধিপত্য দেখা যাবে।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে-পাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী এ বৃষ্টিপাত পুরো সপ্তাহ জুড়েই থাকবে। কখনো বৃষ্টি হবে, কখনো আকাশ পরিষ্কার থাকবে। শনিবার থেকে সোমবার একাধারে বৃষ্টি হতে পারে।

শনিবারে কোথাও কোথাও রাত নাগাদ বৃষ্টিপাত হতে পারে ৬০ ভাগ। রোববারে বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ ভাগ এবং পরিমাণও এলাকাভেদে ৫ থেকে ১০ মিলিমিটার। আসছে ১৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি দমকা হাওয়া (ঝড়) ও বজ্রপাত থাকবে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে