নিউজ ডেস্ক: এমন ঘটনা ঘটেছে নওগাঁয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।
আজ সোমবার সকালে ঢাকা থেকে নওগাঁর একটি দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নে হেলিকপ্টারটি জরুরি অবতরণ। সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের খিরসিন গ্রামে এ ঘটনা ঘটে। ঘন কুশায়ার কারণে হেলিকপ্টারটি সেখানে অবতরণ করা হয় বলে জানানো হয়েছে।
ওই সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সফরসঙ্গী ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। হেলিকপ্টার অবতরণের সময় থেকেই অধিবাসীরা জড়ো হতে থাকে ওই এলাকায়। হেলিকপ্টারের ভেতর থেকেই জানালা দিয়ে ওবায়দুল কাদের উৎসুক জনতার প্রতি হাত নাড়েন।
হেলিকপ্টার নামার পর কুয়াশা কেটে যাওয়া পর্যন্ত মন্ত্রী ও তার সঙ্গীরা গ্রামেই অপেক্ষা করেন। তখন গ্রামবাসী থেকে শুরু করে উপস্থিত সবাই চারপাশে ভীড় জমিয়ে ওবায়দুল কাদেরের ছবি তুলতে থাকে। এমনকি অনেককে মন্ত্রীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করতেও দেখা যায়। সেখানো কোনো সমস্যা হয়নি।
৬ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর